শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনের মাধ্যমেই পুনর্নির্বাচনের দাবি আদায় হবে: ড. কামাল

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯ | প্রিন্ট

আন্দোলনের মাধ্যমেই পুনর্নির্বাচনের দাবি আদায় হবে: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম প্রধান ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবি জানালেও ক্ষমতাচ্যুত হওয়া ভয়ে এই সরকার নির্বাচন দিতে রাজি নয়। তাই আন্দোলনের মাধ্যমে পুনর্নির্বাচনের দাবি আদায় করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন ) গণফোরামের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন সংগঠনের সভাপতি।

ড. কামাল বলেন, আন্দোলনের কৌশল নির্ধারণ করে খুব শিগগিরই মাঠে নামবে ঐক্যফ্রন্ট। আন্দোলন করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, সরকার যেভাবে শাসন করছে, মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে, আমি তো মনে করি মানুষের পরিবর্তনের যে আগ্রহ সেটা অনেক বেড়েছে, আরো বাড়তে থাকবে। এই বছরের মধ্যে আমাদের মূল যে লক্ষ্য, দেশে জনগণের মধ্যে ঐক্যকে সুসংহত করে প্রকৃত অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তা আদায় করতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সাথে ঐক্যফ্রন্টের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে তিনি বলেন, আন্দোলনের কৌশল নির্ধারণে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট।

ড. কামাল হোসেন আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, জনগণকে রাষ্ট্রের মালিক হতে হবে। এই হলো আমাদের লক্ষ্য। এটাকে সমানে রেখে ১২ তারিখ বসছি আমরা। বসে মূল কৌশলটা ঠিক করে মাঠে নেমে যাব।

বাম রাজনৈতিক জোটসহ সমমনা দলগুলোকেও একই জাতীয় প্লাটফর্মে আনার কাজ চলছে বলেও জানান ড. কামাল হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ২১:১৪ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com