শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইনশৃঙ্খলা বাহিনী না দেখার ভান করছে : ফখরুল

  |   মঙ্গলবার, ১২ মে ২০২০ | প্রিন্ট

আইনশৃঙ্খলা বাহিনী না দেখার ভান করছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন দেশব্যাপী সরকার দলীয় লোকজন ত্রাণ সামগ্রী চুরি করছে এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ত্রাণ কার্যক্রমে বাধাসহ মালামাল লুট হলেও আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার ভান করছে।

মঙ্গলবার (১২ মে) দলের সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, করোনার মহাদুর্যোগে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর গ্রামে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফেনী জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হোসেন কমান্ডার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গেলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে ত্রাণ সামগ্রী লুট করে। এ সময় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমনসহ বেশ কয়েকজন আহত হয়। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এ ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে ফখরুল বলেন, ‘করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে দেশে যখন দুর্ভিক্ষের ছায়া বিরাজমান তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেটিকে বাধা দেয়ার ঘটনা বিদ্যমান দুঃশাসনেরই প্রতিফলন।

ফখরুল বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যেগে সারাদেশে সুবিধাবঞ্চিত খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে যখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণে ঝাঁপিয়ে পড়েছে তখন এ মানবিক কর্মকান্ডকে কোনোক্রমেই সহ্য করতে পারছে না সরকার। তাই দলীয় লোকজন দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হিংস্র আচরণ চালানো হচ্ছে।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের অপকর্মের কারণেই এই মহাদুর্যোগের সময় দেশে আরও অনিশ্চয়তার অন্ধকার নেমে এসেছে। করোনা মহামারির মধ্যে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হলেও সরকারের নির্বিকার ভূমিকা অশুভ ইঙ্গিতই বহন করে।

Facebook Comments Box
advertisement

Posted ২১:৫৯ | মঙ্গলবার, ১২ মে ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com