বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত-অসহায়দের মধ্যে জামায়াতের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত-অসহায়দের মধ্যে জামায়াতের ঈদ উপহার

রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় স্পোর্টস এক্সেসরিজের গুদামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার ও আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার(৮ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য ও যাত্রাবাড়ী মাতুয়াইল থানার আমির আবু হাসানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, অ্যাডভোকেট শাফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর ফকির বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে খুশির বার্তা নিয়ে মুসলিম উম্মাহর সামনে এসেছে ঈদুল ফিতর। কিন্তু আজ সবার মনে ঈদের সেই খুশি নেই। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যায় গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। অপরদিকে আমাদের প্রিয় বাংলাদেশে ভয়াবহ কয়েকটি অগ্নিকাণ্ডে অনেকের কাছেই ঈদের খুশির পরিবর্তে দুঃখ নেমে এসেছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের সেসব কষ্টে থাকা ভাই-বোনদের কথা ভুলে যায়নি। আমাদের সীমিত সামর্থ্য নিয়েই আমরা তাদের পাশে ছুটে এসেছি। সবার মধ্যে ঈদের খুশি ভাগ করে নিতে আমরা ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে নগদ অর্থ সহায়তাসহ ঈদ উপহার তুলে দিচ্ছি। দেশের মানুষ আজ বড় অসহায়। এমনিতেই নিত্যপণ্যের অগ্নিমূল্যে সাধারণ মানুষ দিশেহারা। এর মধ্যে আবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তাদের কষ্টগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বিত্তশালী ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

একইদিন রাজধানীর শাহজাহানপুর, বংশাল ও নিউমার্কেট এলাকায় কোরআন ও ঈদ সামগ্রী উপহার প্রদান করে দলটির নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:২৯ | মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com