
এম এম হারুন আল রশীদ হীরা | শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট
নওগাঁ : দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জেলা সাংবাদিক ইউনিয়ন,নওগাঁ। শুক্রবার সন্ধায় (১৬ জুন) বিকেলে এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁর সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ।বিবৃতিতে সংগঠনের নেতা বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার এই ঘটনায় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। একইসঙ্গে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
Posted ১৪:১৭ | শনিবার, ১৭ জুন ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin