
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩ | প্রিন্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশের ক্রান্তিলগ্নে রুখে দাঁড়িয়েছিল যুব মহিলা আওয়ামী লীগ। সংগ্রামের মধ্যদিয়ে যুবমহিলা আওয়ামী লীগের জন্ম। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সুসংগঠিত করার জন্যই গড়ে তোলা হয় যুব মহিলালীগ। আজকে নারীরা যে সম্মান পাচ্ছে, কারণ তা শেখ হাসিনা সরকারই সেই সুযোগ করে দিয়েছেন।
শুক্রবার চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুব মহিলালীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, নারীরা আজ রাষ্ট্র পরিচালনা করছেন, জনগণের প্রতিনিধিত্ব করছেন। বিশ্ব শান্তি রক্ষায় নারী, সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিরোধীদলের নেত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন জায়গায় নারীরাও নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, নারীর উন্নয়ন মানে পুরুষরা পিছিয়ে পড়া নয়। তা সমাজের সবার উন্নয়ন। নারী শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্র সুযোগ করে দিতে হবে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীরা নেই। ইসলামের নাম ব্যবহার করে কিছু লোক নারী অগ্রযাত্রায় বাধা দিচ্ছে। অথচ ইসলাম নারীদের সর্বোচ্চ অধিকার দিয়েছে। তারা ইসলাম, দেশ ও দেশের মানুষের শত্রু।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে আর কেউ গৃহহীন থাকবে না। সরকার এই জন্য কাজ করছেন। যারা ২০০১ সাল থেকে ২০০৫ সালে দেশকে অস্থিতিশীল করেছে। ২০০৪ সালে গ্রেনেড মেরে ২৪ জন মানুষ হত্যা করেছে। তারাই হলো দেশের চিহ্নিত বিএনপি-জামায়াত। তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, ৫শ’ বিদ্যালয় পুড়িয়েছে। এদের আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না।
চাঁদপুর জেলা যুব মহিলালীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুর ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।
Posted ০৯:২৪ | শুক্রবার, ০৭ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain