নওগাঁ: নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শফিক ওই গ্রামের হুজুর আলীর ছেলে এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া খানম, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম রেজা সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহতের বড় ভাই সাইদুর রহমান বলেন, শফিকুল তার নিজস্ব পুকুরে মাছ ধরার জন্য বিদ্যুৎ চালিত মর্টার পাম্প বসিয়ে পুকুরের পানি সেচে পুকুরটির পানিশূন্য করছিলেন (শুকাচ্ছিলেন)। সোমবার সন্ধা সাড়ে ৬টার সময় স্থানীয়রা পুকুরের পানিতে মর্টারের পাশে তার লাশ পড়ে থাকতে দেখেন। তিনি এ ঘটনায় ধারণা করে বলেন, হয়তো পানি সেচের কোন এক সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুলের মৃত্যু হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম রেজা বলেন, স্থানীয়রা বলেছেন ইউপি সদস্য শফিকুল বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। কিন্তু কখন কিভাবে মারা গেছেন এটা কেউ দেখেনি বা বলতেও পারেননি। একারণে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Like this:
Like Loading...
Related