নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
গত ১৯ জানুয়ারি শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলের দশম আসর। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সিলেট পর্বের ম্যাচগুলো শুরু হবে আগামী ২৬ জানুয়ারি। তার আগে চায়ের দেশে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট বিক্রির সময় জানিয়েছে আয়োজক কমিটি।
বিপিএলের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি। প্রতিটা ম্যাচের আগের দিন টিকিট কিনতে পারবেন দর্শকরা। সেই সঙ্গে প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিন সকালেও টিকিট কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশের উত্তর পূর্বাঞ্চলের ভেন্যুটিতে বসে খেলা দেখার জন্য অনলাইনেও টিকিট কেনা যাবে। একই দিন অর্থ্যাৎ ২৪ জানুয়ারি থেকে অনলাইনেও টিকিট কেনা যাবে। সিলেট পর্বের খেলা শেষ হবে ৩ ফেব্রুয়ারি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট এবং বিভাগীয় স্টেডিয়ামের মেইন গেট সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। টিকিট কেনা যাবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।
বিপিএলের সিলেট পর্বের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। গ্রিন হিল এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা। ইন্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা। ক্লাব হাউজ টিকিট কেনার জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য দুই হাজার ৫০০ টাকা।
Posted ০৩:২৪ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain