
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টস হেরে ব্যাট করতে নামবে রসিদ খানের দল। শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে হেরে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই টাইগারদের কাছে দ্বিতীয় ওয়ানডে সিরিজে ফেরার মিশন।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
Posted ০৮:৫৭ | শনিবার, ০৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain