নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
আর একদিন পরই বেজে উঠবে বিপিএলের দশম আসরের দামামা। এরই মধ্যে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো।
তবে চমকপ্রদ তথ্য হলো-আইসিসির সঙ্গে মিল রেখে এবারের বিপিএলের নিয়ম-কানুনেও থাকছে পরিবর্তন। বিষয়টি নিশ্চিত করেছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান।
রকিবুল দাবি করেন, মিরপুরের উইকেটে এবার ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে। টুর্নামেন্টটির প্লেয়িং কন্ডিশনেও কিছু পরিবর্তন আসছে বলে জানান তিনি।
তিনি আরো জানিয়েছেন, বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বারও একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান। বিপিএলের আগের আসরে ছিলো না এই নিয়ম।
এছাড়াও এবারের বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। টাইমড আউটের পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি। তবে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটিং দলকে। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।
Posted ০৭:৪৫ | বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain