
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে ৬ উইকেট খুইয়ে একপ্রকার খাদের কিনারায় বাংলাদেশ। এমন অবস্থায় দলের হাল ধরেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মিলে। সর্বশেষ খবর অনুযায়ী বাংলাদেশ দলের সংগ্রহ ১৪৪ রান ৬ উইকেট হারিয়ে। মুশফিক ৪৮ রান এবং মিরাজ ২১ রান নিয়ে ব্যাট করছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (৮ জুলাই) লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে আউট হন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন তিনি। ফজলহক ফারুকীর শর্ট লেন্থের বলটি ঠিকঠাক খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার। মাথার ওপর বল ভাসিয়ে দেন তিনি, ৩০ গজের ভেতরেই ক্যাচ ধরেন মোহাম্মদ নবি। বাংলাদেশের দলীয় রান তখন ১৫। লিটন ১৩ রানের মধ্যে চারই মেরেছিলেন ৩টি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। এ রান তাড়া করে জিততে হলে টাইগারদের গড়তে হবে ইতিহাস। এর আগে লাল সবুজের প্রতিনিধিরা ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে ওয়ানডে ম্যাচ জিতেছিল।
Posted ১৭:০৪ | শনিবার, ০৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain