| রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট
স্টাফ রিপোর্টারঃ
আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সারাদেশে ঐক্যবদ্ধ হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। সর্বদলীয় ছাত্রঐক্য নামে এর আগেও আওয়ামী বিরোধী নানা কর্মসূচি দিয়ে আলোচনায় ছিল শিবির ও ছাত্রদলের কর্মীরা। ৩০ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে আবারো সংঘটিত হয়েছে সর্বদলীয় ছাত্রঐক্য। ইতোমধ্যে ঢাকা, সিলেট ও চট্রগ্রামে সর্বদলীয় ছাত্রঐক্য ধানের শীষ প্রতীকে জোটের প্রার্থীর পক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করেছে।
ঢাকার সূত্রে জানা যায়, ঢাকা -১৫ আসনে জামায়াতের সেক্রেটারী জেনারেল ড.শফিকুল ইসলামের পক্ষে স্থানীয় শিবিরের কর্মীদের সাথে প্রচারণা চালাচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সিলেটের অফিস সূত্রে জানা যায়, সিলেট -১ আসনে ধানের শীষের প্রতীকে মুক্তাদির আহমেদের সমর্থনে বিশাল মিছিলে অংশ নিয়ে স্থানীয় জনসাধারণ ও ভোটারদের আকর্ষণ করেছে শিবির ও ছাত্রদল।
এদিকে আমাদের চট্রগ্রাম প্রতিনিধি জানায়, জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামের পক্ষেও জোর প্রচারণা চালিয়েছে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা কর্মীরা।
এবিষয়ে শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াসীন আরাফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আওয়ামী সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে এর আগেও সর্বদলীয় ছাত্রঐক্য মিছিল সমাবেশ করেছে সারাদেশে। তারই ধারাবাহিকতার আলোকে এবারো আমরা আওয়ামী সরকারের বিরুদ্ধে ধানের শীষে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যৌথভাবে যাচ্ছি।
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আকরাম হোসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সর্বলীয় ছাত্রঐক্য আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনে একসাথে প্রচারণা চালাচ্ছে। আমরা আমাদের সারাদেশের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি ২০ দলীয় জোটের অংগ হিসেবে শিবির ও জামায়াতের সাথে নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করছি।
্
Posted ০৫:০১ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub