নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
আসন্ন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যেখানে আগামী ২২ মার্চ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই। দলের সঙ্গে যোগ দিতে আজ মঙ্গলবার ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশ তারকা মুস্তাফিজ। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি।
মুস্তাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএল খেলতে যাওয়া নিয়ে লেখেন, ‘আমার নতুন এসাইনমেন্টের জন্য উত্তেজিত। আইপিএল ২০২৪ এর জন্য চেন্নাই যাচ্ছি। দোয়া করবেন যেন আমি আমার সর্বোচ্চ টুকু দিতে পারি।
আইপিএলের বিগত আসরগুলোতে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও সাইনরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা দ্য ফিজ টুর্নামেন্টের ১৭ তম আসরে খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। দলটি ইতোমধ্যেই মুস্তাফিজকে নিয়ে তাদের উচ্ছাস প্রকাশ করেছে।
এদিকে গতকাল চট্টগ্রামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরেজের শেষ ওয়ানডেতে বোলিংয়ের সময় মাসল ক্র্যাম্পের কারণে স্ট্রেচারে করে মোস্তাফিজকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হলেও তাকে নিয়ে সকল দুশ্চিন্তা উড়িয়ে দিয়েছেন বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘মোস্তাফিজ ঠিক আছেন।
Posted ০৮:০৯ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain