নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
কারাবন্দী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার দুপুরে নিরবের গুলশানের নিকেতনের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলা ও জামিনের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং তাদেরকে শান্তনা দেন।
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ০৮:৫০ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain