
শাহরিয়ার মিল্টন | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩ | প্রিন্ট
শেরপুর : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন শেরপুরের সহযোগিতায় বাংলাদেশ ওভারসিস এমপাওয়ারমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বায়েসেল) মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন বায়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন।
এদিন শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজার চাকরিপ্রত্যাশী প্রশিক্ষিত শিক্ষিত বেকার জব ফেয়ারে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৬৬৭ জন রেজিস্ট্রেশন করেছেন। জানা যায়, এই রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সরকার থেকে সার্কুলার জারি করার পর তাদের থেকে বাছাই করে বিনামূল্যে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে। যারা যোগ্য তাদের অনলাইন প্রক্রিয়া শেষে মোবাইলে খুদে বার্তায় জানানো হবে।
Posted ১০:২৩ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin