নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ মার্চ ২০২৪ | প্রিন্ট
রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর গুলশানের একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপিসহ ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করা প্রায় সব রাজনৈতিক দলের নেতারা, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এতে সভাপতিত্ব করেন ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন।
ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইআরআই প্রতিনিধি দলসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।
রাজনীতিকদের মধ্যে অংশ নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’ চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি, বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, এনডিপি চেয়ারম্যান গোলাম মোর্ত্তুজা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
Posted ১৫:৩৪ | শনিবার, ৩০ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain