নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
রমজানের তৃতীয় জুমায় মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমে আসতে থাকেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে আসেন বিভিন্ন বয়সের মানুষ। আযানের পর পরই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ।
জুমার নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এ সময় দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
এদিন নামাজে অংশ নিতে আসা নিরাপত্তা জোরদার ও অপ্রীতিকর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের।
Posted ০৯:০৬ | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain