নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মার্চ ২০২৪ | প্রিন্ট
মোবাইল-ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ। স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ক্ষমতাসীন দলকে ইঙ্গিত করে হাফিজ বলেন, ‘একটি দল মুক্তিযুদ্ধের ধারে-কাছেও ছিল না। অথচ তারা দাবি করে, এটি তাদের যুদ্ধ ছিল।
তিনি বলেন, ‘যুদ্ধ করেছে সাধারণ মানুষ, কৃতিত্ব নিতে চায় ওই দল। গণতন্ত্রের চেতনা তাদের মধ্যে কখনও ছিল না। এখনও নির্বাচনের নামে প্রহসন হয়। এ সরকার বৈধ নয়। আমাদের কর্তব্য বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া।’
বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, ‘যে কারণে মুক্তিযুদ্ধ করেছি তা ব্যর্থ করেছে আওয়ামী। তাই মোবাইল ল্যাপটপ-রেখে ছাত্র-তরুণ-যুবকদের রাজপথে নেমে আসতে হবে। প্রস্তুত থাকুন বিজয় আমাদের।’
Posted ১৪:৫৭ | সোমবার, ২৫ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain