শনিবার ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বেনজীর-আজিজদের যারা তৈরি করেছে তাদের বিচার আগে হওয়া উচিত’

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট

‘বেনজীর-আজিজদের যারা তৈরি করেছে তাদের বিচার আগে হওয়া উচিত’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘বেনজীর, আজিজদের যারা তৈরি করেছে আগে তাদের শাস্তি হওয়া উচিত। ব্যক্তি বেনজীর আজিজদের সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। এ রকম হাজারো বেনজীর আজিজ সমাজে বর্তমান। যে রাষ্ট্র প্রশাসন যন্ত্র এবং আওয়ামী লীগে মিলে মিশে জনগণের ওপর জুলুম নির্যাতন করেছে, সেই রাষ্ট্র প্রশাসন যন্ত্রের আজ শুভবুদ্ধির উদয় হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে।  আওয়ামী লীগ প্রয়োজনের সময় ব্যবহার করবে এবং প্রয়োজন শেষে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলবে।’

শনিবার (৮ জুন) জিয়া স্মৃতি পাঠাগার যশোর জেলা শাখার আয়োজনে ‘দেশ রক্ষা বাঁধ খেয়ে ফেলেছে মহাজাগতিক ইঁদুর’ শীর্ষক আলোচনা নিবন্ধের ওপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং বিদেশি প্রভুদের পদলেহনকারী বর্তমান ফ্যাসিস্ট সরকারের শহীদ জিয়াউর রহমানকে মোকাবেলা করার সাহস নেই। তাদের কপালে কলঙ্গের তিলক চির স্থায়ী হয়ে গেছে। জনগণ ওদের চোর ডাকাত যে নামেই সম্বোধন করুক না কেন, তাতে ওবায়দুল কাদের সাহেবদের কিছু যায় আসে না। যে কারণে তাদের দুর্নীতি নিয়ে সুজন, টিআইবি, সিডিপি যখন কথা বলছে, তখন কি না ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমরা ওসবের ধার ধারি না।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মূল উদ্যোগ গ্রহণ করেছিলেন। সে কারণে জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তাই আমাদের নেতা এবং পূর্বপুরুষদের হাতে গড়া এই বাংলাদেশ আওয়ামী লীগের জুলুম নির্যাতনের হাত থেকে যেকোনো মূল্যে রক্ষা করব ইনশাআল্লাহ।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের দফতর সম্পাদক মৌলুদা পারভিন, জেলা যুবদলের নাট্যকলা সম্পাদক সাইদুর রহমান, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ। নিবন্ধ উপস্থাপন করেন জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ জামান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জিয়া স্মৃতি পাঠগার যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০৫ | শনিবার, ০৮ জুন ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com