
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে শীতের পাখির মতো দেখাচ্ছে। কয়েকদিন বিরতি দিয়ে কর্মসূচি পালন করে। তাদের কয়েকদিন পর পর কর্মসূচি দেওয়া হচ্ছে পুরনো গাড়ির স্টার্ট দেওয়ার মতো।
আজ বিকেল ৫টার দিকে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর জনসভা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পুরোনো গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, বিএনপিরও তেমনি দম ফুরিয়ে গেছে। এজন্য তারা নীরব পদযাত্রা করবে।
ড. হাছান মাহমুদ বলেন, রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। মাঠের চেয়ে অন্তত ১০ গুণ বেশি লোক হবে। পুরো শহরজুড়েই সেদিন জনসভা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দলু ওয়াদুদ দারা প্রমুখ।
Posted ১৪:৪৩ | শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain