নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে এ দেশের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, যারা পণ্য বর্জনের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বিএনপি-জামায়াত নানাভাবে সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চায়। তারা সংযমের মাসে সংযমী না হয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে সব সময় সোচ্চার। যারা দ্রব্যমূল্য নিয়ে কারসাজি ও মজুদদারি করে মানুষকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে। তাদের দমনে সরকার যেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দেশের মানুষকেও সজাগ থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন প্রমুখ।
Posted ১৫:১৬ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain