শরণখোলা (বাগেরহাট) : বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় দুবলারচরে দশ সহস্রাধিক শুটকি মাছের জেলে শংকায় পড়েছেন। ভারী বৃষ্টিপাত হলে কোটি টাকার মাছ বিনষ্ট হওয়ার আশংকায় তারা এখন দিশেহারা। অপরদিকে সাগরে অবস্থানরত জেলেদের দ্রুত নিকটস্থ চরে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় আকাশ ভারী ও মেঘাচ্ছন্ন রয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অবিলম্বে আলোরকোলসহ তাদের আবাসস্থলে ফিরে আসার জন্য মাইকিং করা হয়েছে। তিনি বলেন, এবার শুটকি মৌসুমের শুরুতেই জেলেরা দূর্যোগের কবলে পড়েছেন।
আলোরকোল,মাঝেরকেল্লা,নারিকেলবাড়ীয়া,ও শেলারচরে জেলেদের ধরে আনা কাঁচা মাছ মাচায় শুকাতে দেওয়া হয়েছে ভারী বর্ষণ হলে কোটি টাকার মাছ নষ্ট হয়ে যাওয়ার আশংকায় জেলেরা হতাশ হয়ে পড়েছেন বলে ফিসারমেন গ্রুপের সভাপতি জানান।
Like this:
Like Loading...
Related