নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠিয়ে দেব’ বলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে। এ ঘটনার জেরে তেল আবিবে নিযুক্ত তুরস্ক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের দিক-নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেয়ার পর ইসরায়েল তুরস্কের কূটনীতিক তলবের পদক্ষেপ নিল।
তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি এরদোয়ানের উদ্দেশে লেখেন, ‘আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো প্রভু নেই।’ এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের পদক্ষেপের পাল্টা নিন্দা করা হয়।
কয়েক মাস আগে হামাসের প্রশংসা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ‘হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা ফিলিস্তিনের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’
Posted ০৫:২৩ | বুধবার, ২৭ মার্চ ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain