নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সামসুদ্দিন ডিউ (৫৬) নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৭টার দিকে নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর উপজেলার খোর্দ্দ নারায়নপুর কল্পনা চাউল কল এর সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সামসুদ্দিন ডিউ পাশ্ববর্তী মান্দা উপজেলার কামারকুড়ি গ্রামের (প্রসাদপুর বাজারের) মৃত ডাক্তার সাইফুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন স্টক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন ডিউ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে (চৌমাসিয়া) নওহাটা মোড় এলাকায় বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মোটসাইকেল নিয়ে (চৌমাসিয়া) নওহাটা মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। তার পরিবারের অন্যরা সিএনজি নিয়ে তার পরে যায়। পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের খোর্দ্দ নারায়নপুর কল্পনা চাউল কল এর সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটসাইকেল আরোহী সামসুদ্দিন ডিউ মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এসময় সেখানে অবস্থিত ধানবাহী একটি ট্রাক্টর এর সাথে সজোরে ধাক্কা লাগে (খায়)। এতে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা সিএনজি নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় তার লাশ নিয়ে নিজ বাসা প্রসাদপুর বাজারেন চলে যায়।
নওহাটা ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জিয়া বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্সসহ যাওয়া হয়। সেখানে পৌঁছার আগেই তার পরিবারের লোকজন তাকে নিয়ে চলে যায়। পরবর্তীতে জানা যায় তিনি মারা গেছেন।
Like this:
Like Loading...
Related