
শাহরিয়ার মিল্টন | শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
শেরপুর : শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শেরপুরে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮জানুয়ারী) দুপুরে শেরপুর শহরের পূর্বশেরীর মাদ্রসাতুল আমা দৃষ্টিপ্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শতাধিক ছাত্রের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সানজিদা হক মৌ।
এসময় শেরপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, পূর্বশেরী মাদ্রসাতুল আমা দৃষ্টিপ্রতিবন্ধী অন্ধ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক অন্ধ হাফেজ মো: সাইদুর রহমান প্রমুখ। পরে দৃষ্টি প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার খান শেরপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী সানজিদা হক মৌ ও পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম ।
Posted ১১:৩৮ | শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin