
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানান।
তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্যদিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকলো, সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হলো, নির্বাচনবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।
তারা আরও বলেন, যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
এদিকে তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন জাসদের নেতাকর্মীরা। মিছিলটি জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, তোপখানা, পল্টন, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করেন।
Posted ১৬:২৯ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain