
| মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশ এক যুবক তার একাডেমিক সব সনদপত্র ছিঁড়ে ফেলেছেন।
সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এ কাণ্ড ঘটান তিনি।
বাদশা মিয়া নামে ওই যুবক ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক মহুবার রহমানের ছেলে। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার বড়।
জানা যায়, বাদশা পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ দাখিল মাদরাসা থেকে ২০০৭ সালে জিপিএ ৩.৯২ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, ২০০৯ সালে সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদরাসা থেকে জিপিএ ৪.০৮ পেয়ে আলিম ও ২০১৪ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
গত জুনে সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। দিন-দিন হতাশা বেড়ে যাওয়ায় ফেসবুক লাইভে এসে তার সকল একাডেমিক সনদপত্র ছিঁড়ে ফেলেন।
বাদশা মিয়া বলেন, সার্টিফিকেটের চাকরির বয়স শেষ। এখন সে সার্টিফিকেট রেখে কি লাভ? বয়স থাকতেই তো চাকরি নিতে পারিনি। এখন বয়সও শেষ। তাহলে সে সার্টিফিকেট রেখে কী হবে। এখন সার্টিফিকেটগুলো আমার কাছে শুধুই কাগজ।
তিনি বলেন, আমার ধারণা বর্তমানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেরা না পারে সহজে চাকরি জোটাতে, আবার না পারে অর্থের অভাবে ব্যবসা-বাণিজ্য করতে।
Posted ০৭:৪৬ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain