
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
কারাবন্দী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হলেও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আরজুমান আরা আইভী।
রোববার (২৯ জানুয়ারি) তিনি রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
রিজভীর স্ত্রী আরজুমান আরা জানান, গত ২৩ জানুয়ারি থেকে রিজভী পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং ঘন ঘন বমি করেন। তিনি কিছু খেতে পারছেন না। তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তার প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। তার শারীরিক অবস্থা ভালো নয়। এমতাবস্থায় তার শরীরে বড় ধরনের জটিলতার আশঙ্কা করা হচ্ছে।
আজুমান আরা বলেন, এমনিতেই তিনি নানা রোগে আক্রান্ত। মহামারি করোনাকালেও তিনি কয়েকবার করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন। এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাকে চিকিৎসকের পরামর্শে খুবই মেপে জীবন যাপন করতে হয়। অথচ কারাগারের ভেতরে তার সুচিকিৎসা না হওয়ায় শরীর আরও খারাপ হচ্ছে। তাকে জরুরি উন্নতি চিকিৎসা দেওয়া প্রয়োজন।
তিনি অবিলম্বে রুহুল কবির রিজভীর মুক্তি দাবি জানান।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জরুরি ভিত্তিতে রুহুল কবির রিজভীকে কারাগারের বাইরে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আল্লাহ না করুন, রিজভী আহমেদের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার সরকারকেই নিতে হবে।’
Posted ১৫:৫৯ | রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain