
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপির ডাকা পঞ্চম দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরের রশিদ কলোনি থেকে মিছিলটি বের হয়।
জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা শহরের বিশ্বনাথ এলাকায় আজ ভোরে একটি ঝটিকা মিছিল করে বিএনপি। অবশ্য খুব অল্প সময়ের ব্যবধানে মিছিলটি কয়েকশ গজ গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং দলটির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে চলে যান।
নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান বলেন, আমাদের দলের নেতাকর্মীরা যার যার অবস্থানে রয়েছেন। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তারপরও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এদিকে অবরোধ চলার সময় দূরপাল্লার কোনো গণপরিবহনের দেখা না মিললেও লেগুনা, অটোরিকশা, ব্যক্তিগত ও মালবাহী যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। গুরুত্বপূর্ণ সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। অবরোধের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ০৬:২৭ | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain