টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক,সন্ত্রাস,চোরাচালান,অপহরণ সকল প্রকার অপরাধ দমনে জনগন কে সাথে নিয়ে পুলিশ কাজ করে যাবেন। বললেন কক্সবাজার জেলাপুলিশ সুপার মাহফুজুল ইসলাম( পিপিএম, বিপিএম) বার।
৩ মার্চ বুধবার সকাল১০ টায় হ্নীলা রঙ্গীখালী দারুলউলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে কমিউনিটি পুলিশ কক্সবাজারের উখিয়া ও টেকনাফ দুই উপজেলার জনপ্রতিনিধি, সাধারণ জনগন,ও কমিউনিটি পুলিশ কে নিয়ে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তবয় রাখেন কক্সবাজার জেলার মান্যবর পুলিশ সুপার মাহফুজুল ইসলাম পিপিএম, বিপিএম বার।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমানগণি,ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শামীম সহ দুই থানার কর্মরত অফিসার বৃন্দ,ও জন প্রতিনিধি, দফাদার,চৌকিদার সূশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল প্রকার অপরাধ দমনে স্থানীয় সাধারণ কে সাথে নিয়ে পুশিশ কাজ করে যাবে।
Like this:
Like Loading...
Related