
| শনিবার, ২৮ এপ্রিল ২০১৮ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, ঢাকা : ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ)-এর নির্বাচনে কাদের গনি চৌধুরী-শহিদুল ইসলামের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছেন। শুক্রবার (২৭ এপ্রিল) দিনব্যাপী ভোট গ্রহণের পর রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের সিনিয়র রিপোর্টার কাদের গনি চৌধুরী। ৪৯৭ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খুরশিদ আলম পেয়েছেন ৩৭৬ ভোট।
এছাড়া সর্বোচ্চ (৭৩০) ভোট পেয়ে সহ সভাপতি পদে বিজয়ী হলেন-বাছির জামাল, অন্যান্য সহসভাপতিরা হলেন, আনোয়ারুল কবীর ভুলু ও শাহীন হাসনাত। যুগ্ম-সম্পাদক পদে এরফানুল হক নাহিদ ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবুল কালাম, জনকল্যাণ সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন, দফতর সম্পাদক শাহজাহান সাজু।
নির্বাহী সদস্য পদে খন্দকার হাসনাত করীম, রফিক মোহাম্মদ, এইচ এম আল আমিন, সৈয়দ আলী আশরাফ, শহীদুল ইসলাম, দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ডি এম আমিরুল ইসলাম ওমর, কাজী তাজিমুদ্দিন ও রফিক লিটন নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির মোট ভোটারের সংখ্যা ১৬৩৯ জন। এর মধ্যে ১০৮১ জন ভোট দেন।
Posted ১৫:১১ | শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain