
| শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ২৭ ডিসেম্বর : ভোটের অধিকারের চেয়েও বড় মানুষের বাঁচার অধিকার। বর্তমানে দেশ যে শ্বাসরুদ্ধকর অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর সমাধান কোথায়? এ জন্য শুধু রাজনীতিকদের দোষ দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, এ থেকে মুক্তির একটা উপায় আমাদেরই বের করতে হবে।
শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বাংলাদেশের সামপ্রতিক মানবাধিকার-পরিস্থিতি বিষয়ে জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান বলেন, জানমালের রক্ষা করা ফরজ, তবে আমরা সে ফরজ আদায় করতে পারছি না। শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় এসে দাঁড়িয়েছি। সমাধান কোন দিকে জানি না।
বিচারপতি হাবিবুর বলেন, আমরা যারা তুলনামূলকভাবে শিক্ষিত, বিত্তবান, তাদের চেয়ে যারা গরিব, অসহায় তাদেরই সব সহ্য করতে হচ্ছে। তাদের কথা ভেবে সমাধানের একটা পথ খুঁজে বের করতে হবে।
সংলাপে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রকে অবশ্যই সন্ত্রাসকে বুঝতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে হবে।
দিনব্যাপী এই সংলাপের মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার তানিয়া আমির। বিষয় ছিল বিচার অথবা ক্ষমা।
Posted ২১:৪৮ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin