
ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১০ জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এ মন্তব্য করেন। এনপিসি নেতা আরিফুল ইসলাম আদীবের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে- বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কী কী জানি করে একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। সবই তো মানুষের কাছে সামনে আছে। আমলনামাটা মানুষের কাছে আছে
Posted ১৬:৫২ | শনিবার, ০৫ জুলাই ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain