শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট

রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভা থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় জনসভা মঞ্চে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার সবগুলো আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তারা উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের জামায়াতের প্রার্থীরা হলেন-

রংপুর জেলার ছয়টি আসন

রংপুর-১ আসনে অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-২ এটি এম আজহারুল ইসলাম, রংপুর-৩ অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ মাওলানা উপাধ্যক্ষ এটি এম আজম খান, রংপুর-৫ গোলাম রাব্বানী ও রংপুর-৬ আসনে মাওলানা নূরুল আমিন

দিনাজপুর জেলার ছয়টি আসন

দিনাজপুর-১ আসনে মতিউর রহমান, দিনাজপুর-২ অধ্যক্ষ আফজাল হোসেন আনাম, দিনাজপুর-৩ অ্যাডভোকেট মনিরুল আলম, দিনাজপুর-৪ আবতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ আনোয়ার হোসেন ও
দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম।

নীলফামারী জেলার চারটি আসন

নীলফামারী-১ আসনে অধ্যাক্ষ মাওলানা আব্দুর সাত্তার, নীলফামারী-২ (ঘোষণা করা হয়নি), নীলফামারী-৩ ওবাইদুল্লাহ সালাফি ও নীলফামারী-৪ মাওলানা হফেজ আব্দুল মুনতাকিম

লালমনিরহাট জেলার তিনটি আসন

লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট-২ অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
ও লালমনিরহাট-৩ আসনে হারুনুর রশিদ।

কুড়িগ্রাম জেলার চারটি আসন

কুড়িগ্রাম-১ আসনে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ অ্যাডভোকেট ইয়াসিন আলী ও কুড়িগ্রাম-৩ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনে মোস্তাফিজুর রহমান মোস্তাক

গাইবান্ধা জেলার পাঁচটি আসন

গাইবান্ধা-১ আসনে অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আব্দুল করীম, গাইবান্ধা-৩ অধ্যাক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ ডা. আব্দুর রহিম সরকার ও গাইবান্ধা-৫ আসনে মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস।

ঠাকুরগাঁও জেলার তিনটি আসন

ঠাকুরগাঁও-১ আসনে দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম ও ঠাকুরগাঁও-৩ মিজানুর রহমান।

পঞ্চগড় জেলার দুইটি আসন

পঞ্চগড়-১ আসনে ইকবাল হোসাইন ও পঞ্চগড়-২ আসনে শফিউল্লাহ শফি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সকল গণহত্যার খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনসহ চার দফা দাবিতে রংপুরে জনসভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর রংপুর মহানগরী ও জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সব সংস্কারের কথা বলেছি। সংস্কারগুলো আদায় করে ছাড়ব।’

শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকে, আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেওয়া হবে না, কালো টাকার কোনো খেলা সহ্য করা হবে না।’

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩৮ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com