
ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট
ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বিবিসি’র অংশীদার গণমাধ্যম সিবিএস নিউজের খবরে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোয় হামলা চালানো হতে পারে। একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ বলছে, হামলার বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা ইরানে হামলার ব্যাপারে এখনো ‘পুরোপুরিভাবে ঐকমত্যে পৌঁছাতে পারেননি’। এদিকে, যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান উড়াল দিয়েছে।
স্থানীয় একজন আলোকচিত্রীর তোলা ছবিতে দেখা গেছে, পূর্বাঞ্চলে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ বিমানঘাঁটি থেকে কিছু এফ-৩৫ যুদ্ধবিমান উড়াল দিচ্ছে। এর মধ্যে জ্বালানি সরবরাহকারী একটি ট্যাংকার বিমানও ছিল।
উল্লেখ্য, ইসরায়েল যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংসের দাবি করছে, তখনও অটলভাবে টিকে আছে তেহরানের দুর্গ-ফোর্দো (পারমাণবিক স্থাপনা)। এটিই এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পাহাড় কেটে মাটির প্রায় ৩০০ ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে, ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা ‘জিবিইউ-৫৭এ/বি’ নামের বাংকার বাস্টার বোমাই এই ঘাঁটির গভীরে প্রবেশ করে এটি ধ্বংস করতে পারবে। তবে এই মুহূর্তে ইরান-ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে না বলেই জানিয়ে দিয়েছে দেশটি।
তথ্যসূত্র : বিবিসি ও সিএনএন।
Posted ০৭:১৮ | বুধবার, ১৮ জুন ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain