রবিবার ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | প্রিন্ট

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১২৫ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৯২৮ জনে। আহতের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা শুরু করে চলতি বছরের ১৮ মার্চ। এই দফার হামলায় এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭ হাজার ৮০০ জনেরও বেশি।

এর আগে দীর্ঘ ১৫ মাসের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর প্রায় দুই মাস গাজায় তুলনামূলক শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও মার্চ মাসের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের জেরে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং অনেকেই রাস্তার পাশে পড়ে থাকলেও উদ্ধারকারীরা নিরাপত্তা ঝুঁকি এবং অবকাঠামোর ধ্বংসের কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই দীর্ঘমেয়াদি আগ্রাসনে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। গাজা ভূখণ্ডের বেশিরভাগ অবকাঠামো— যেমন হাসপাতাল, স্কুল, বাসস্থান এবং পানি সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৮ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com