
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ মে ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত ‘রেইড টু’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। মুক্তির পর ১৩ দিনের মধ্যে, ছবিটি বক্স অফিসে ভারতে ১২৯ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে এবং বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৭৪ কোটি ৬৮ লাখ টাকা, যা ২০২৫ সালের বলিউডের তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।
‘রেইড টু’ ২০১৮ সালের ‘রেইড’ চলচ্চিত্রের সিক্যুয়েল, যেখানে অজয় দেবগন আবারও আয়কর কর্মকর্তা অময় পটনায়েকের ভূমিকায় অভিনয় করেছেন। এই কিস্তিতে, তিনি সমাজে সম্মানিত কিন্তু গোপনে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দাদাভাইয়ের (রিতেশ দেশমুখ) বিরুদ্ধে ৭৫তম অভিযান পরিচালনা করেন । ছবিটি পরিচালনা করেছেন রাজ কুমার গুপ্ত এবং প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওস ও টি-সিরিজ।
বিশ্লেষকেরা মনে করেন, ‘রেইড টু’ এর আয় আরও বাড়তে পারে, এবং এটি সালমান খানের ‘সিকান্দার’ এর আয়কেও ছাড়িয়ে যেতে পারে। তবে ‘ছাভা’ এর ৮২৭.০৬ কোটি আয়কে ছাড়িয়ে যাওয়া কঠিন হবে।
এই ছবির সাফল্যের মাধ্যমে ‘রেইড টু’ অজয় দেবগনের অষ্টম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে, যা তার আগের হিট ‘গোলমাল ৩’ এবং ‘সন অফ সর্দার’ এর আয়কেও ছাড়িয়ে গেছে।
Posted ০৭:৪৯ | বুধবার, ১৪ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain