
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক :টাইগার স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দিনের শেষ সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। তাইজুল একাই ৫ উইকেট তুলে নেন। এমনকি সুযোগ এসেছিল হ্যাটট্রিক করারও, তবে শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি তাইজুল।
দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল জানান সুযোগ তৈরি করেও হ্যাটট্রিক করতে না পারায় খুব একটা আক্ষেপ নেই তার। তবে কিছুটা খারাপ লাগছে জানিয়ে তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই, একটু খারাপ তো লাগতেই পারে।’
দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন ধার কমছিল টাইগার বোলারদের। দ্বিতীয় সেশনে তো কোনো উইকেটই শিকার করতে পারেনি তারা। তবে শেষ সেশনে এসে রীতিমতো ভেলকি দেখায় স্পিনাররা।
তাইজুল বলেন, ‘আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’
Posted ০৮:০৫ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain