
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) অনুষদের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে।
‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২ টি আবেদন জমা পড়ে। চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিলো। তবে প্রিপারেশন যদি আরও ভালো করে নিতাম তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।’
আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, ‘পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিলো। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাবো বলে আশা করা যায়।’
‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’
Posted ০৯:০৯ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain