
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি একাত্তর টেলিভিশনের জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান ‘খেলাযোগ’-এ অংশ নিয়ে দিয়েছেন এক চমকপ্রদ উত্তর।
অনুষ্ঠানে তাকে একটি কাল্পনিক পরিস্থিতি তুলে ধরে প্রশ্ন করা হয়—ধরুন আপনি একজন কোচ, ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে শেষ ট্রাইবেকার। গোল করলেই দল জিতে যাবে। আপনি দেশি বা বিদেশি যেকোনো একজন খেলোয়াড়কে পাঠাতে পারবেন। কাকে বেছে নেবেন?
জবাবে এক মুহূর্ত চিন্তা করে আসিফ মাহমুদ বলেন, “নেইমার”। তার এই উত্তর মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ উপদেষ্টা আসিফ একজন খাঁটি ব্রাজিল ফুটবলপ্রেমী। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়েও তাকে ব্রাজিল দলের জার্সি পরে ছবি তুলতে দেখা গিয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছিল।
উল্লেখ্য, নেইমার তার দুর্দান্ত স্কিল, ঠাণ্ডা মাথার ফিনিশিং এবং বড় মুহূর্তে নিজেকে প্রমাণ করার ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাই এমন একজন ফুটবলারের ওপর আস্থা রাখা একেবারেই স্বাভাবিক।
শেষ মুহূর্তে ভরসা রাখার জন্য নেইমারকে বেছে নেওয়ার মধ্য দিয়ে উপদেষ্টা আসিফ তার ফুটবল জ্ঞান ও ভালোবাসার পরিচয় দিলেন আরেকবার।
Posted ০৬:২০ | শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain