
| শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সম্প্রতি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক টক শোতে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও গণতন্ত্র হত্যার অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে আওয়ামী লীগ অসংখ্য মানুষ হত্যা করেছে। এছাড়া, ২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে দলটি তিনটি বড় ধরনের গণহত্যা সংঘটিত করেছে বলে তিনি দাবি করেন।
আরিফুল ইসলাম আদীব উল্লেখ করেন, ২০০৯ সালে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যা এর মধ্যে অন্যতম।
তিনি আরো বলেন, “এইসব হত্যাকাণ্ডের পরও যদি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, তবে তা আরেকটি গণহত্যার পথ প্রশস্ত করবে।”
Posted ১৫:৫৬ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain