
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘রাজার দল’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, এনসিপির আহ্বায়ক ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুতির কথা বললেও, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন হবে বলে মত দিয়েছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, “উনি কি সরকারে আছেন, নাকি নেই? কয়েকদিন আগেও তো ছিলেন! আমরা কনফিউজড। নাহিদ, আসিফ, মাহফুজ কেউ কিছু বললে সেটা কি সরকারী অবস্থান হিসেবে ধরা হবে? আসিফ ও মাহফুজ তো নিশ্চিতভাবেই সরকারে আছেন। কিন্তু নাহিদের অবস্থান কি?”
রুমিন ফারহানা দাবি করেন, এনসিপি কাগজে-কলমে সরকারের অংশ না হলেও বাস্তবে তারা সরকারের ঘনিষ্ঠ এবং তাদের ইচ্ছামতো রাজনৈতিক পরিস্থিতি গড়ে তুলতে পারে। তিনি বলেন, “আমরা দেখেছি প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তিনি এই দল গঠনে উৎসাহ দিয়েছেন এবং বলেছিলেন যে তারা যদি দল না করে, তাহলে অন্য কেউ সেই জায়গা দখল করে নেবে। অর্থাৎ, দেশের অন্যান্য রাজনৈতিক দল একদিকে, আর এই রাজার দল অন্যদিকে।”
তিনি আরও বলেন, “সরকারের অধীনে আমরা যারা সাধারণ রাজনৈতিক দল, তারা কি নির্ভয়ে বলতে পারছি যে সুষ্ঠু নির্বাচন হবে? আমাদের কি বিশ্বাস জন্মাচ্ছে? আমরা তো বলতে পারি, আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক।”
Posted ১৫:৩১ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain