
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ মার্চ ২০২৫ | প্রিন্ট
নারীদের পোশাক নিয়ে কাউকে বাড়তি নসিহত করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে ধর্ম নিয়ে ষড়যন্ত্র বেড়েছে। ধর্ম ও খেলাফতের নামে কেউ কেউ আর্দশ বিক্রি করছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নারী ওড়না কিভাবে পড়বে সেটি একান্ত তার বিষয়। তারা যুগ যুগ ধরে যে ধরনের পোশাক পরেছেন তাই পড়বেন। এ নিয়ে কাউকে বাড়তি হেদায়েত, নসিহত করার দরকার নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছেন, কেউ কেউ নতুন দল করে সেই বিএনপিকেই হুমকি দেওয়ার চেষ্টা করছে। আর আওয়ামী লীগের ভীতি ছিল তারেক রহমান। তবে সেই তারেক রহমানই ৩১ দফার সংস্কারের রূপকার।
Posted ১৫:১৭ | শনিবার, ০৮ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain