
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনার সাথে যুক্ত ব্যক্তি আহমেদ শাকিলের কর্মকাণ্ডের দায় পুরো ছাত্রদলের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, আমরা আগেই বলেছি একটা দল হিসেবে প্যাসিফিক ছাত্রদল সেদিন হামলা করেনি। সেখানে ছাত্রদলের সেন্ট্রাল পোস্টটেট নেতা শাকিল হামলা করছে। মূলত তিনি ইচ্ছাকৃতভাবে এ অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল।
সারজিস আলম বলেন, আপনারা একটা ভিডিও দেখছেন, আমি চলে আসার পর তারা হাতাহাতি করছেন। সাকিল কিছু সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে ইনটেনশনাল মনোভাব নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তার এই দায় আমরা ছাত্রদলকে দেইনি। কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের প্রোস্টেট নেতা, তাই ছাত্রদলের উচিত এই ঘটনার তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, হাজারের উপর মানুষকে হত্যা করা হয়েছে। এখন অনেক শহীদের মায়েরা জানে না তাদের সন্তানকে কোথায় দাফন করা হয়েছে। তা তারা এখন খুঁজে বেড়াচ্ছে । শহীদের মায়েরা এখনও আমাদের কাছে কান্না করছে৷ তারা বলছে যে খুনি হাসিনা এতো মানুষকে হত্যা করছে তার বিচার করতে হবে। এমন অবস্থার মধ্যে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার চিন্তা আমাদের মাথায় কি ভাবে আসে।
Posted ১৫:২৫ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain