
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নাহয় সব অর্জন বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন হাসনাত।
তিনি বলেন, ধর্মের নামে যেসব ইসলাম পরিপহ্নী কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, বিদেশে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
সাঈদী ফাউন্ডেশন আয়োজিত এই আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সকল ওলামাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Posted ১৫:২০ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain