
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৪-২৫ সেশনের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩২ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী। প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৯৭ দশমিক ০৫।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ফল প্রকাশিত হয়।
পাস করেছেন ২৯ হাজার ৪১১ পরীক্ষার্থী। পাসের হার ৩২ দশমিক ০৬ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। এ চার অনুষদে মোট আসন রয়েছে ১ হাজার ১২৩টি। আবেদন করেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯১ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৪১১ জন। অকৃতকার্য হয়েছেন ৬২ হাজার ৩২৮ জন।
এর আগে শনিবার (১ মার্চ) তিন বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Posted ০৫:৪২ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain