
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, সততা ও নৈতিকতা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই এক মুহূর্তের সততা ভবিষ্যতে অব্যাহত থাকবে—এমন নিশ্চয়তা দেওয়া কঠিন।
তিনি বলেন, “আমি এখন সৎ আছি, তবে কাল যে অসৎ হয়ে যাব না, তার কোনো নিশ্চয়তা নেই। হতে পারে, আমি সৎ থাকব, আবার এটাও হতে পারে যে পরিস্থিতির কারণে পরিবর্তিত হব।” ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, যারা এই দায়িত্বে ছিলেন, তারা সংবিধান সংশোধনের পক্ষে ছিলেন এবং ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সমর্থন দিয়েছেন। তবে, বড় রাজনৈতিক দলগুলোর অনীহা ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অভাবে এই প্রচেষ্টা সফল হয়নি।
তিনি আরও বলেন, “ছাত্র উপদেষ্টারা তাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছেন কি না, সেটি মূল্যায়নের বিষয়। তবে, বাস্তবতা হলো, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া এমন গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্ভব নয়।”
Posted ১৫:৩৮ | রবিবার, ০২ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain