
ওবায়দুল কবীর খোকন | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
বার্মিংহাম ( যুক্তরাজ্য ) : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির মধ্যে ছিল, দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ। এর আগে একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আয়োজেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলার জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য আওলাদ হোসেন ও ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার্মিংহাম সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. আলীমুজ্জামান ।
আলোচনার ফাকেঁ ফাকেঁ একুশের কবিতা আবৃত্তি ও জনপ্রিয় সঙ্গিত শিল্পীদের মনমৃগ্ধকর একশের গান আগত দর্শকদের মনে অন্যরকম দোলা দেয় ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন বার্মিংহাম সহকারী হাইকমিশনের হাইকমিশনার মো. আলীমুজ্জামান, একুশে ফেব্রুয়ারি উদযাপান কমিটির পক্ষে সভাপতি কাউন্সিলার জিয়াউল ইসলাম ও স্থানীয় কাউন্সিলার সাকিব খান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল লতিফ জেপি, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, আব্দুল লতিফ জেপি,কাজী আঙ্গুর মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর খোকন, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির পক্ষে সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী, আওলাদ হোসেন, জালাল উদ্দিন,রফিকুর রহমান রফু, মজনু মিয়া, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, দেওয়ান উকিল মিয়া, ছারওয়ার আহমেদ, কায়ছারুল ইসলাম সুমন, ফখরুল ইসলাম রিপন, আব্দুল মুয়িত, বার্মিংহাম সিটি বিএনপি‘র পক্ষে, আবজার হোসেন , আব্দুল কবির, আরমান আহমদ, কবির আহমদ, শামীম খানঁ, আনসার উদ্দিন, ওবায়দুল হাসান লোদী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, জাসাস, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ কালচারাল সোসাইটি, হবিগঞ্জ সোসাইটি ইউকে, মৌলভীবাজার জেলা জনকল্যান সংস্থা, দিরাই এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, হবিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট, জকিগঞ্জ সমিতি, স্পেনিশ সোসাইটি ওয়েষ্ট মিডল্যান্ডস, গরীব কল্যাণ ট্রাষ্ট, নিউ হোপ গ্লোবাল, পূর্বনাট, ইউরোপিয়ান ইউনিয়ন, এমটি ক্যাটারিং, আব্দুল রহমান ট্রাষ্ঠ, ডা: এসোসিয়েশন ইউকে, ইনাথগঞ্জ এসোসিয়েশন, ওয়ালসল বিএনপি পরিবার সহ বহু সংগঠন ও ব্যক্তি পর্যায়ের কমিউনিটি ব্যক্তিত্বগন শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
Posted ১৫:৫৭ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin