
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করে শাখা ছাত্রদল। পরে উপাচার্যের নিকট স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন, যার ৫ শতাধিক নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। ২৪-এর স্পিরিট নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। এ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, সর্দার জহুরুল, শাকিলুর রহমান সোহাগ-সহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ১৪:৩৭ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain