
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে বিপিএলের গ্রুপ পর্বের জমজমাট লড়াই। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে দলগুলোর দ্বৈরথ যেমন উত্তাপ ছড়িয়েছে, ঠিক তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও ক্রিকেটাররা ছিল বেশ সমৃদ্ধ। আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ রাউন্ড।
যেখানে প্রথম এলিমিনেটরে লড়বে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম কিংস। এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। একই দিনে ৩ ফেব্রুয়ারিই এলিমিনেটর ম্যাচে রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।
সেই ম্যাচের জয়ী দল এবং প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল নিয়ে ৫ ফেব্রুয়ারি আয়োজিত হবে ২য় কোয়ালিফায়ার। এই ম্যাচে বিজয়ী দলই ৭ ফেব্রুয়ারি ফাইনালে ১ম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে।
এদিকে বিপিএলের এগারতম আসরে এখন পর্যন্ত রান সংগ্রহের শীর্ষে আছে ঢাকা ক্যাপিটলসের তানজিদ তামিম। ১২ ম্যাচে তার সংগ্রহ ৪৮৫ রান। এরপরের অবস্থানেই আছেন খুলনা টাইগার্সের নাঈম শেখ। ১২ ম্যাচে নাঈম করেছেন ৪৪৪ রান। এরপর ৩৯২ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এনামুল হক বিজয়।
অন্যদিকে ব্যাটারদের মতো বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেশীয় বোলাররা। এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদের। এরপরই ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুট ফাহিম আশরাফ। তৃতীয় স্থানে রয়েছেন রংপুর রাইডার্সের আকিফ জাভেদ। ১০ ম্যাচে তার উইকেট ১৯টি।
এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটার-
বিজ্ঞাপন
নাম ও দল | রান | ১০০/৫০ |
তানজিদ তামিম, ঢাকা | ৪৮৫ | ১/৪ |
নাঈম শেখ, খুলনা | ৪৪৪ | ১/৩ |
এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহী | ৩৯২ | ১/২ |
জাকির হসান, সিলেট | ৩৮৯ | ০/৩ |
গ্রাহাম ক্লার্ক, চিটাগাং | ৩৭৭ | ১/১ |
এখন পর্যন্ত সেরা পাঁচ বলার-
নাম ও দল | উইকেট | ইকোনমি |
তাসকিন আহমেদ, রাজশাহী | ২৫ | ৬.৫ |
ফাহিম আশরাফ, ফরচুন বরিশাল | ২০ | ৭.১৩ |
আকিভ জাভেদ, রংপুর রাইডার্স | ১৯ | ৬.৯১ |
খালেদ আহমেদ, চট্টগ্রাম কিংস | ১৮ | ৮.৫১ |
খুশদিল শাহ, রংপুর রাইডার্স | ১৭ |
Posted ১০:৩৬ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain