নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা। ওই আশা জীবনেও পূরণ হবে না।’
আজ শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এরশাদের সময়সহ ওয়ান ইলিভেনে অনেকে চেষ্টা করেছে, সফল হয়নি। বিএনপি আজকে অনেক শক্তিশালী দল।’
তিনি বলেন, ‘বিদেশ থেকে আসা নেতাকর্মীরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। গত ১৬ বছর আন্দোলনে তাদের ত্যাগ ভোলার মতো নয়। তারা বিদেশে থাকলেও তাদের পরিবার দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। গণতন্ত্র ফেরাতে নির্বাচন হবে প্রথম সংস্কার।’
Posted ১৩:২৫ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain